১০ হাজারি ক্লাবে প্রথম নারী ক্রিকেটারকে পেলো ভারত

১০ হাজারি ক্লাবে প্রথম নারী ক্রিকেটারকে পেলো ভারত

ভারতের জাতীয় নারী দলের অধিনায়ক মিতালি রাজ দুর্লভ এক মাইলফলক স্পর্শ করেছেন। দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে শুক্রবার ১০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হয়েছেন তিনি। গোটা বিশ্বে এই কীর্তি আছে কেবল আর একজনের।

ভারতের হয়ে ২১২তম ওয়ানডেতে এই কীর্তি গড়েছেন মিতালি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় ম্যাচে মিডিয়াম পেসার আন্নে বোসখকে বাউন্ডারি মেরে ১০ হাজারি ক্লাবে নাম লেখান তিনি। অবশ্য পরের বলে হয়ে যান আউট।

১০ টেস্টে ৫১ গড়ে মিতালির রান ৬৬৩, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২১৪। ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান টি-টোয়েন্টি খেলেছেন ৮৯টি। ৩৭.৫২ গড়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তার মোট রান ২৩৬৪। তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে সফল তিনি, সাত সেঞ্চুরি ও ৫৪ ফিফটিতে একদিনের ক্রিকেটে ৬৯৭৪ রান করেছেন।

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ আন্তর্জাতিক রান সংগ্রহকারীর তালিকায় মিতালি আছেন শার্লট এডওয়ার্ডসের পরে। সাবেক এই ইংলিশ ক্রিকেটার ৩০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬৭ হাফ সেঞ্চুরি ও ১৩ শতকে করেছেন ১০২০৭ রান।

আপনি আরও পড়তে পারেন