জিম্বাবুয়েকে ফলোঅনের লজ্জায় ফেলেছে আফগানরা

জিম্বাবুয়েকে ফলোঅনের লজ্জায় ফেলেছে আফগানরা

আফগানিস্তানের রান পাহাড়ে চাপা পড়েছে জিম্বাবুয়ে। রশিদ খানদের বোলিং তোপে প্রথম ইনিংসে ২৮৭ রানে অলআউট হয়ে ফলোঅনের লজ্জায় পড়েছে তারা। প্রথম ইনিংসে আফগানিস্তান ৪ উইকেটে ৫৪৫ রানের বিশাল সংগ্রহ পায়। তবে বড় সংগ্রহের জবাব দিতে নেমে জিম্বাবুয়েও ভালো শুরু করে। কিন্তু রশিদ খানদের বোলিং তোপে খুব বেশি দূর এগোতে পারেনি তারা। 

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন সিকান্দার রাজা। প্রিন্স মাউভারের ব্যাট থেকে আসে ৬৫ রান। এ ছাড়া কেভিন কাসুজার ৪১ এবং তারেসাই মুসাকান্দার ৪১’র ওপর ভর করে ২৮৭ রানে ইনিংস গুটিয়ে যায় জিম্বাবুয়ের। 

আফগানদের হয়ে রশিদ খান নেন ৪টি উইকেট। এ ছাড়া আমির হামজার শিকার ৩ উইকেট। 

ফলোঅনের লজ্জায় পড়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে ৩৪ রান। ইনিংস হার এড়াতে দরকার আরও ২২৪ রান।

এর আগে হাসমতউল্লাহ শহিদির অপরাজিত অনবদ্য ২০০ ও অধিনায়ক আজগর আফগানের ১৬৪ রানের সুবাদে রানের পাহাড় গড়ে আফগানরা। ৪ উইকেটে ৫৪৫ রান করে ইনিংস ঘোষণা করে আফগানিস্তান। এ ম্যাচে প্রথম আফগান ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন শহিদি। 

দুই ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়ে এগিয়ে আছে ১-০ ব্যবধানে।

আপনি আরও পড়তে পারেন