স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ পরিবর্তন

স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ পরিবর্তন

স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করেছে সরকার। অনিবার্য কারণবশত আগামী ২৪ মার্চ স্বাধীনতা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানের পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সোলতান আহমদ গণমাধ্যমকে জানান বলেন, ‘স্বাধীনতা পুরস্কার দেওয়ার পরবর্তী তারিখ প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে নির্ধারতি হবে, যা ২৭ মার্চের পরে জানানো হতে পারে।’

উল্লেখ্য, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২১ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে গত ৭ মার্চ  তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রসঙ্গত, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, তিন লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

আপনি আরও পড়তে পারেন