এভাবে খেললে উন্নতি কোনভাবেই সম্ভব নয়: তামিম

এভাবে খেললে উন্নতি কোনভাবেই সম্ভব নয়: তামিম

পুরো সিরিজেই তিন বিভাগে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানান অধিনায়ক তামিম ইকবাল। সিরিজটা টাইগারদের জন্য হতাশার হয়ে থাকবে। এভাবে খেললে উন্নতি কোনভাবেই সম্ভব নয় বলেও জানান তামিম।

নিউজিল্যান্ডে আরো একটা হতাশার অধ্যায়। ডানেডিনে প্রথম ওয়ানডের আগে ইতিহাস বদলে দেয়ার নানা স্লোগানে মুখরিত হয়েছিলো বাংলাদেশ দল। কোচ ডমিঙ্গো নিজেও শুনিয়েছিলেন দিন বদলের গান। কিন্তু শেষ পর্যন্ত মিলেছে হোয়াইটওয়াশের লজ্জা। ওয়েলিংটনে শেষ ওয়ানডেতে ১৬৪ রানের হারে ওয়ানডে সিরিজ শেষ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বড় বিষণ্ণ অধিনায়ক তামিম। বললেন সিরিজ জুরেই আমরা ভাল ক্রিকেট খেলতে পারিনি। 

তামিম ইকবাল বলেন, পুরো সিরিজে তিন বিভাগে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। আমরা এতটা খারাপ দল নই। নিউজিল্যান্ডের কন্ডিশন একটু আলাদা এটা আমরা সবাই জানি। তাই বলে এমনভাবে তিন ম্যাচেই হারবো এটা মেনে নেয়া যায় না। ব্যাটসম্যানরা অনেক বাজে শট খেলেছে। ফিল্ডিং ছিলো হতাশাজনক। সব মিলিয়ে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারিনি আমরা।

নিউজিল্যান্ডের কন্ডিশনে ৩১৮ রান তাড়া করে জয় পাওয়া কঠিন হলেও অসম্ভব নয়। কিন্তু বোলাররা শুরুটা ভাল করার পর আর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ব্যাটসম্যানদের বাজে শট খেলার পাশাপাশি পোস্টমর্টেমে উঠে এসেছে বাজে ফিল্ডিংও। ওয়ানডে শেষে দেশে ফিরে যাবেন তামিম। টি টোয়েন্টিতে তাকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। সব মিলিয়ে সিরিজটা হতাশার হয়ে রইলো টাইগারদের জন্য। প্রশংসায় ভাসিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদেরও।

তামিম ইকবাল বলেন, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ভাল খেলেছে। সে তুলনায় আমরা সব বিভাগেই পিছিয়ে ছিলাম। এভাবে খেললে উন্নতি কোনভাবেই সম্ভব নয়। আমাদের টি টোয়েন্টির আগে নিজেদের ভুলগুলো শুধরে নিতে হবে। নয় তো সেখানেও হতে পারে বড় বিপর্যয়।

তামিমের হতাশার দিনটা স্মরণীয় হয়ে থাকবে ডেভন কনওয়ের জন্য। ডানেডিনে গেল ২০ মার্চ অভিষেক। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডেতেই ১২৬ রাানের চমৎকার সেঞ্চুরিতে দলকে জিতিয়েছেন। দারুণ খুশি এই ব্যাটসম্যান।

ডেভন কনওয়ে বলেন, দলের জয়ে ভূমিকা রাখতে পেরেছি। এতেই খুশি আমি। সেঞ্চুরি করতে পারবো এটা ভাবিনি। দিনশেষে ওদের হোয়াইটওয়াশ করতে পেরেছি এটাই সেরা প্রাপ্তি।

ম্যাচসেরা ও সিরিজ সেরা দুটো পুরস্কারই পেয়েছেন কনওয়ে।

আপনি আরও পড়তে পারেন