আমিরাতে রেস জিতে দেশবাসীকে উৎসর্গ করলেন অভীক

আমিরাতে রেস জিতে দেশবাসীকে উৎসর্গ করলেন অভীক

দেশের হয়ে বিদেশের মাটিতে কার রেসিংয়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম কুড়িয়েছেন বাংলাদেশের অভীক আনোয়ার। এবার আরব আমিরাতে রেস জিতলেন অভীক আনোয়ার।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই রেস জিতে তিনি উৎসর্গ করেছেন প্রিয় বাংলাদেশকে। নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান অভীক। এর আগে দুবাইতে রেসিং জিতে বন্ধু তামিমকে উৎসর্গ করেছিলেন তিনি।

শারীরিক অসুস্থতার মধ্যেও এমন অর্জনে দারুণ খুশি তিনি।

নিজের ফেসবুকে অভীক লিখেছেন, ‘অজুহাত বানানো আমার কাজ না। আপনারা বিশ্বাস করবেন না এই প্রতিযোগিতা জিততে আমার কতটা কষ্ট হয়েছে। প্রথমত কোয়ালিফাইং রাউন্ড এ আমার গাড়ি নষ্ট হয়ে যায় আমি কোয়ালিফাই করতে পারিনি! আমি একটা রিপ্লেসমেন্ট গাড়িতে একদম পেছন থেকে শুরু করি। কিন্তু কষ্ট খালি এতোটুকুই না। বাংলাদেশে আমার আম্মু করোনা পজিটিভ আমি আসার আগে থেকেই আম্মুর দেখাশোনা করছিলাম কিন্তু প্রতিযোগিতার কারণে আমি আরব আমিরাতে আসি! আমি নিজেও অসুস্থ, দুইটা এন্টিবায়োটিক খাচ্ছি।

আল্লাহর অশেষ মেহেরবানি এবং আপনাদের অশেষ অফুরন্ত দোয়ায় আজকে আমি রেসটা জিতেছি এবং ডেডিকেট করছি বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবসকে সকল স্বাধীন বাংলাদেশিদের জন্য।’

আপনি আরও পড়তে পারেন