টাকা ফেরত পেতে রাত ১১টার মধ্যে যেতে হবে রেলস্টেশনে

টাকা ফেরত পেতে রাত ১১টার মধ্যে যেতে হবে রেলস্টেশনে

দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৪ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সোমবার (০৫ এপ্রিল) ভোর ৬টা থেকে থেকে আগামী রোববার (১১ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে।

এই সাতদিন অন্যান্য গণপরিবহনের মতো বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেন চলাচল। ফলে যারা আগাম টিকিট কেটেছিলেন, তাদের টিকিটের সমপরিমাণ অর্থ ফেরৎ দিচ্ছে রেলওয়ে। বিশেষ করে যারা ৫, ৬ ও ৭ এপ্রিলের বিভিন্ন গন্তব্যের টিকিট কেটেছিলেন তাদের টিকিটের অর্থ রোববার অর্থাৎ আজই ফেরত নিতে হবে। 

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী জানান, যাদের ৫, ৬ ও ৭ এপ্রিলের টিকিট কাটা ছিল, তাদের টাকা রোববার (০৪ এপ্রিল) রাত ১১টার মধ্যে নিতে হবে। স্টেশনের কাউন্টারে গিয়ে টিকিট জমা দিলে টাকা ফেরত দেওয়া হবে। এরপর আর কোনো টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না বলেও জানান তিনি।

আপনি আরও পড়তে পারেন