তীব্র গরমে নষ্ট বোরো ধান, ক্ষতিগ্রস্ত কৃষক

তীব্র গরমে নষ্ট বোরো ধান, ক্ষতিগ্রস্ত কৃষক

দেশের বিভিন্ন জেলায় প্রচণ্ড গরমে নষ্ট হয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির বোরো ধান। কিশোরগঞ্জেই ২৬ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত কৃষকের। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন তারা। অবশ্য কৃষকদের স্বল্প সুদে ঋণ দেয়াসহ পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। 

কিশোরগঞ্জ
একদিন আগেও মাঠের সবুজ ধানের সতেজতা দেখে বাড়ি গেছেন কিশোরগঞ্জের ইটনা হাওরের কৃষক আলাউদ্দিন। কিন্তু গত ৭ এপ্রিল সকালে জমিতে গিয়ে দেখেন, সবুজ স্বপ্ন ধূসরে রূপ নিয়েছে।

শুধু আলাউদ্দিনই নয়, তার মতো আরো অনেক কৃষকেরই জমির ধান তীব্র গরম আবহাওয়ায় নষ্ট হয়ে গেছে। ঋণের টাকায় ফসল বুনে এখন লোকসানে তারা।

কৃষি বিভাগের তথ্য মতে, জেলার ১৩টি উপজেলায় ২৫ হাজার ৮৯৫ হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা কৃষি কর্মকর্তা মো. ছাইফুল আলমের।

নেত্রকোনা
নেত্রকোনাতেও ঝড় ও গরম আবহাওয়ায় কয়েকটি হাওরের ধান নষ্ট হয়ে গেছে। কৃষকরা জানান, প্রচণ্ড গরমে মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী, বারহাট্টাসহ কয়েকটি এলাকার সবুজ ধান পুড়ে গেছে।

কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর জেলায় এক লাখ ৮৪ হাজার ৯৮৩ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪ হাজার ৪২০ হেক্টর জমির ধান।

আপনি আরও পড়তে পারেন