বিভাগীয় মেডিকেলে পর্যাপ্ত আইসিইউ না থাকায় বাড়ছে মৃত্যু

বিভাগীয় মেডিকেলে পর্যাপ্ত আইসিইউ না থাকায় বাড়ছে মৃত্যু

দেশে করোনা সংক্রমণের ঊধ্বগতিতে দেখা দিয়েছে প্রচণ্ড আইসিইউ সংকট। বিভাগীয় শহরগুলোর মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্প আইসিইউ শয্যায় সংকুলান হচ্ছে না মুমূর্ষু রোগীদের। এতে প্রতিদিন দীর্ঘ হচ্ছে করোনার মৃতের তালিকা। গত মাসের তুলনায় সারাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৫ গুণ। এ অবস্থায় জেলা সদর হাসপাতালগুলোতে দ্রুত আইসিইউসহ চিকিৎসক বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত কয়েক দিনে দেশের সব জেলাতেই আশঙ্কাজনকভাবে করোনা রোগীর সংখ্যা বেড়েছে। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মুমূর্ষু রোগীর সংখ্যাও। এতে হাসপাতালগুলোতে আইসিইউ সংকট দেখা দিয়েছে। এমন অবস্থায় মুমূর্ষু রোগীদের বিভাগীয় শহরে কিংবা ঢাকায় রেফার্ড করায় বাড়ছে নিথর দেহের সংখ্যা। এ অবস্থায় ভোগান্তির স্বীকার রোগীর স্বজনরা দ্রুত প্রযোজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান।

সিলেটে সরকারি হাসপাতালগুলোতে থাকা আইসিইউয়ের সংখ্যার তুলনায় করোনা রোগী অনেক বেশি। তাই আইসিইউ সংকটের কারণে এ সুবিধা পাচ্ছেন না সাধারণ রোগীরা। সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ঘুরে এ তথ্য জানা গেছে। গত এক সপ্তাহে খুলনায় ১৮, সিলেটে ১৩, রাজশাহীতে ১৮ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন।

দেশের আট বিভাগীয় শহরের মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন করোনা আক্রান্ত হয়ে মুমূর্ষু রোগীর সংখ্যা বাড়লেও এসব হাসপাতালে আইসিইউ শয্যা আছে গড়ে মাত্র ১০টি।

আইসিইউয়ের প্রয়োজনীয়তা বাড়ছে জানিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা।

এদিকে, রোববার চালু হলো দেশের সর্ববৃহৎ কোভিড বিশেষায়িত হাসপাতাল। রাজধানীর মহাখালী ঢাকা উত্তর সিটি করপোরেশন -ডিএনসিসি কোভিড ১৯ হাসপাতালে মোট শয্যাসংখ্যা এক হাজার। এর মধ্য দুই শতাধিক আইসিইউ ও সমমানের বেড। তবে এত বড় হাসপাতাল চালু রাখতে আরো প্রয়োজনীয় জনবল ঘাটতি মেটানোর তাগিদ দেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কেএম নাসির উদ্দিন।

সোমবার সকাল ৮টা থেকে শুরু হবে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড ১৯ হাসপাতালে রোগী ভর্তি কার্যক্রম।

আপনি আরও পড়তে পারেন