রাজধানীর যেসব স্থানে বসবে পশুর হাট

রাজধানীর যেসব স্থানে বসবে পশুর হাট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীতে ২৩টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০টি পশুর হাট বসবে।

হাটের ইজারা চূড়ান্ত করতে ইতোমধ্যে দুই সিটি করপোরেশন থেকে দরপত্র দেয়া হয়েছে। পাশাপাশি এই ২৩টি হাট বাদে উত্তর সিটি করপোরেশনের গাবতলী ও দক্ষিণ সিটি করপোরেশনের সারুলিয়া পশুর হাটেও কোরবানির পশু বেচাকেনা চলবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের অস্থায়ী হাটগুলো হলো- উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা।

মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন গোপীবাগ বালুর মাঠ, কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা।

ধোলাইখাল ট্রাক টার্মিনালসংলগ্ন উন্মুক্ত জায়গা, আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ সেকশন ১ ও ২-এর খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা। লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাক স্ট্যান্ডসংলগ্ন খালি জায়গা এবং গোলাপবাগে দক্ষিণ সিটি করপোরেশন মার্কেটের পেছনের খালি জায়গা।

ঢাকা উত্তর সিটি করপোরশনের অস্থায়ী হাটগুলো হলো- উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদনগর) পশুর হাট, কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গা, ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ–সংলগ্ন মস্তুল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পাশের খালি জায়গা।

উত্তরখান মৈনারটেক শহীদনগর হাউজিং প্রকল্পের খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিং ব্লক-ই, সেকশন-৩ এর খালি জায়গা, উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের পশ্চিমের অংশ, ২ নম্বর ব্রিজের পশ্চিমে গোলচত্বর পর্যন্ত সড়কের ফাঁকা জায়গা, মিরপুর সেকশন-৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, করোনা সংক্রমণ বিবেচনায় গত বছর বাইরে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার করোনা পরিস্থিতি উন্নতি না হলে হাটব্যবস্থার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ২১ জুলাই মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে। গত বছর করোনাকালেও দুই সিটি করপোরেশন মিলিয়ে রাজধানীতে মোট ২৪টি হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে করোনা সংক্রমণ বিবেচনায় উত্তর সিটিতে ১০টির পরিবর্তে ৬টি এবং দক্ষিণে ১৪টির পরিবর্তে ১১টি হাট বসায় কর্তৃপক্ষ।

আপনি আরও পড়তে পারেন