মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে জয় পেল আবাহনী

মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে জয় পেল আবাহনী

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শুভ সূচনা করল আবাহনী লিমিটেড। জয়ের নায়ক দলটির অধিনায়ক ও জাতীয় দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

তার ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে আবাহনী।

মিরপুরে  শুরুতে ২০ ওভারে ৫ উইকেট হরিয়ে ১২০ রান করে পারটেক্স। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে তাসমাউল হকের ব্যাট থেকে।

৫৭ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন তাসামুল।

এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে অনেকক্ষণ। যে কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ৭০ রান।

এই সামান্য লক্ষ্য পূরণে শুরুতেই হোঁচট খায় আবাহনী। ইমরান আলি ইনামের বলে ৫ বলে ২ রান করে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত।

ওয়ান ডাউনে নেমে নাঈম শেখের সঙ্গে জুটি গড়েন মুশফিক। ১৭ বলে ১৯ রান করে নিহাদুজ্জামানের শিকার হন নাঈম।

শেষ ৩ ওভারে জয়ের জন্য আবাহনীর প্রয়োজন ছিল ২৪ রান। এ সময় ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আফিফ হোসেন ধ্রুব।

শেষ দিকে বাউন্ডারি হাঁকিয়ে দলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মুশফিক। ৩ বাউন্ডারি ও ১টি ছক্কায় ২৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন মুশফিক। ফলে ৪ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় আবাহনী।

আবাহনীর পক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন তাইজুল ও রানা। ৪ ওভারে ২১ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। শহিদুল ইসলাম ৪ ওভারে খরচ করেন ২৪ রান।

আপনি আরও পড়তে পারেন