গভীর রাতে নারীসহ মেম্বারের ছেলে ধরা, অতঃপর…

গভীর রাতে নারীসহ মেম্বারের ছেলে ধরা, অতঃপর...

নোয়াখালীর সোনাইমুড়ীতে গভীর রাতে এক মেম্বারের ছেলেকে বিধবা নারীর সঙ্গে এক ঘরে আটকের পর বিয়ে পড়িয়ে দিয়েছেন স্থানীয়রা।

শনিবার সন্ধ্যায় উপজেলার দেওটি ইউনিয়নের কাজী অফিসে এক লাখ এক টাকা দেনমোহরে ওই বিয়ে পড়ানো হয়।

দেওটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আমিন শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেওটি পালপাড়া গ্রামের বিধবা নারী ও দুই সন্তানের জননীর (৩০) সঙ্গে ফোনে পার্শ্ববর্তী পিতাম্বরপুর গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের ছেলে তারেকের (২৭) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এর পর থেকে ওই যুবক বিধবার বাড়িতে রাতের বেলায় আসা-যাওয়া করত।
শুক্রবার দিবাগত গভীর রাতে আবারও ওই বাড়িতে যায় তারেক। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের উভয়কে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে ওই যুবককে উত্তম-মধ্যম দিয়ে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটকে রেখে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। দুজনই বিয়েতে সম্মতি দিলে শনিবার সন্ধ্যার দিকে দেওটি ইউনিয়নের কাজী অফিসে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা বিয়ে করতে রাজি। তাই তাদের দেওটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাঠানো হয়েছে। জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

আপনি আরও পড়তে পারেন