গলায় ছুরি ধরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা চাচাশ্বশুরের

গলায় ছুরি ধরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা চাচাশ্বশুরের

ফেনীর দাগনভূঞায় গলায় ছুরি ধরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চাচাশ্বশুর নিজাম উদ্দিনকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে দাগনভূঞার আশরাফপুর গ্রাম তাকে গ্রেফতার করা হয়।

এর আগে শুক্রবার ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী চাচাশ্বশুর নিজাম উদ্দিনের বিরুদ্ধে দাগনভূঞা থানায় মামলা করেন।

অভিযুক্ত নিজামউদ্দিন মাতুভূঞা ইউনিয়নের আশরাফপুর চনু পাটোয়ারী বাড়ির মৃত মহরম আলীর ছেলে।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী যুগান্তরকে জানান, গত ১৬ জুন রাতের খাওয়া শেষে আমার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাতে ঘুমাতে যাই। হঠাৎ আমার চাচাশ্বশুর আমাকে ডাকে জরুরি কথা বলবে বলে দরজা খুলে দিতে বলেন। আমি তা সরল মনে বিশ্বাস করে দরজা খুললে আমার গলায় ছুরি ধরে আমাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি।

আমার চিৎকারে ছেলেমেয়েরা জেগে উঠে কান্নাকাটি শুরু করলে উনি ঘর থেকে পালিয়ে যান।

দাগনভূঞা থানার ওসি (তদন্ত) পার্থ প্রতিম দেব জানান, অভিযোগ পাওয়ার পর শনিবার রাতে নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন