টাইব্রেকারে মার্টিনেজ বীরত্বে ফাইনালে আর্জেন্টিনা

টাইব্রেকারে মার্টিনেজ বীরত্বে ফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকার রোমাঞ্চ জিতে ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ১-১ ব্যবধানে অমিমাংসিতভাবে শেষ হলে টাইব্রেকারে আর্জেন্টিনা ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের সঙ্গি হলো।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ব্রাসিলিয়ায় শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই কলম্বিয়াকে চাপে রাখে আর্জেন্টিনা।

প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছিল মেসির দল। ম্যাচের ৭ মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে কিছুটা পেছনে দাঁড়িয়ে থাকা লাউতারো মার্টিনেজকে বাড়িয়ে দেন লিওনেল মেসি। সেখান থেকে গোল করতে ভুল করেননি ইন্টার মিলান ফরোয়ার্ড।

 

গোল হজম করার পর ঘুরে দাঁড়ায় কলম্বিয়াও। বেশ কয়েকবার তৈরি করে এগিয়ে যাওয়ার সুযোগ। ৩৬ মিনিটে কর্ণার থেকে পাওয়া বলে প্রায় গোল পেয়েই গিয়েছিল তারা। কিন্তু কুয়ারদোর কর্ণারে পাওয়া বলে মিনার নেওয়া হেড লাগে ক্রসবারে।

বিরতির আগে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনেও। কিন্তু ম্যাচের ৪৪ মিনিটে মেসির নেওয়া কর্ণারে গঞ্জালেসের করা হেড ফিরিয়ে দেন কলম্বিয়া গোলরক্ষক ডেভিড অস্পিনা। শেষ পর্যন্ত এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টাইনরা।

দ্বিতীয়ার্ধে  সমতা ফিরে কলম্বিয়া। ম্যাচের ৬১ মিনিটের সময় ফ্রি কিক পায় কলম্বিয়া। নিজেদের অর্ধে পাওয়া ওই ফ্রি কিক দ্রুত শট করেন কারডোনা। বক্সের ভেতরে বল পেয়ে দৌড় শুরু করেন দিয়াজ। দারুণভাবে আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ফাঁকি দিয়ে গোলও করেন তিনি।

 

আপনি আরও পড়তে পারেন