করোনা পরিস্থিতি পর্যালোচনায় ৩২ সদস্যের বিভাগীয় টাস্কফোর্স

করোনা পরিস্থিতি পর্যালোচনায় ৩২ সদস্যের বিভাগীয় টাস্কফোর্স

দেশের আট বিভাগে করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য বিভাগীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

গত ৬ জুলাই প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সবার সিদ্ধান্ত/নির্দেশনা মোতাবেক মোট ৩২ সদস্যের এ টাস্কফোর্স গঠন করা হয়।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনার জন্য অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তাকে আহ্বায়ক ও বিভাগীয় পরিচালককে (স্বাস্থ্য) সদস্যসচিব করা হয়েছে। প্রতিটি বিভাগের মোট সদস্য সংখ্যা ৪ জন।

টাস্কফোর্সের কার্যপরিধিতে বলা হয়, করোনা সংক্রমণ কমা-বাড়ার সাথে সামঞ্জস্য রেখে হাসপাতালের শয্যা সংখ্যা সমন্বয় এবং চাহিদা মোতাবেক অক্সিজেনের সাপ্লাইচেইন অব্যাহত রাখা ও সার্বিক করোনা পরিস্থিতি মনিটরিং এবং সংযুক্ত ছক মোতাবেক সংশ্লিষ্ট বিভাগের প্রতিবেদন প্রতিদিন এ সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রমাণ করতে হবে।

আপনি আরও পড়তে পারেন