ছেলের জন্মদিন ও ট্রফি একসঙ্গে উদযাপন করতে চান জেমি

ছেলের জন্মদিন ও ট্রফি একসঙ্গে উদযাপন করতে চান জেমি

লন্ডনে আজকের রোববারটি অন্য সব রোববারের মতো নয়। ৫৫ বছর পর ইংল্যান্ড ফুটবলের বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে মাত্র চল্লিশ পেরিয়েছেন। তিনি ১৯৬৬ সালে বিশ্বকাপের ফাইনাল দেখেননি।

আজকের ফাইনালটি বাংলাদেশের কোচের কাছে একটু ভিন্ন রকমের। আজ তার ছেলে হ্যারীর ১৬ তম জন্মদিন। ইংল্যান্ডের ট্রফি ও ছেলের জন্মদিন একসঙ্গে পালন করতে চান জেমি, ‘এটি আমার জন্য খুবই ভালো একটা উপলক্ষ। বাসায় পরিবারের সঙ্গে খেলা দেখব। আমার ছেলের জন্মদিন পালন করব। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলে সেটা হবে আমাদের আনন্দের বড় উপলক্ষ।’

ছেলের জন্মদিনের দিনে ফুটবল দলের সাফল্যর সম্ভাবনা প্রসঙ্গে বলেন, ‘আমাদের দল খুব ভালো ফর্মে আছে। ওয়েম্বলিতে স্বাগতিক হিসেবে সমর্থন পাবে। চ্যাম্পিয়ন হওয়ার সকল উপাদানই আমাদের রয়েছে।’ প্রতিপক্ষ ইতালির ব্যাপারে তার মুল্যায়ন,’ এবারের ইউরোতে অন্য এক ইতালি দেখা যাচ্ছে। রক্ষণ যেমন সলিড তেমনি আক্রমণে দুর্বার। আক্রমণাত্মক ফুটবল খেলা ইতালি চ্যাম্পিয়ন হলে অবাক হব না ‘

আপনি আরও পড়তে পারেন