জগন্নাথপুরে এক দিনে ৩৪ জনের করোনা শনাক্ত

জগন্নাথপুরে এক দিনে ৩৪ জনের করোনা শনাক্ত
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে এক দিনে ৩৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ২০ জন, কলকলিয়া ইউনিয়নে ২ জন, রানীগঞ্জ ইউনিয়নে ২ জন,আশারকান্দী ইউনিয়নে ৩ জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ২ জন, চিলাউড়া -হলদিপুর ইউনিয়নে ২ জন, পাটলী ইউনিয়নে ১ জন, মিরপুর ইউনিয়নে ১ জন ও বিশ্বনাথ এর বাসিন্দা ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বিগত ১০ শে জুলাই দিবাগত রাতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ল্যাব থেকে করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে।
এ বিষয় এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ৩১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।তমধ্যে সুস্থ আছেন ২৪৭ জন,মৃত্যু বরণ করেছেন ২ জন,হোম আইসোলেশনে আছেন ৬২ জন ও হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ জন।

আপনি আরও পড়তে পারেন