বলের সঙ্গে গোল্ডেন বুটও মেসির

বলের সঙ্গে গোল্ডেন বুটও মেসির

একটা জয়ে কতো কি যে অর্জন। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতে একের পর এক সুখবর পাচ্ছেন লিওনেল মেসি। ২৮ বছরের ধরা ট্রফি দেশকে এনে দিয়ে উড়ছেন তিনি। কারণ এটি যে তারও জাতীয় দলের হয়ে প্রথম শিরোপা। বাংলাদেশ সময় রোববার এই আনন্দের রেশ বেড়ে যায় আরও দুই অর্জনে।

এবারের কোপার সেরা ফুটলারের পুরস্কার গোল্ডেন বল পেয়েছেন তিনি। পেয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও। আর্জেন্টাইন এই মহাতারকা টুর্নামেন্টের শুরু থেকেই খেলেছেন দুর্দান্ত ফুটবল। গোল করেছেন। করিয়েছেন সতীর্থদের দিয়েও।

এবারের কোপায় ৪ গোলের সঙ্গে পাঁচটি গোলে অ্যাসিস্ট মেসির। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনিই। যদিও  সমান চারটি গোল করেছেন কলম্বিয়ার লুইস দিয়াজ। কিন্তু কোন অ্যাসিস্ট ছিল না তার।

এখানেই এগিয়ে যান আর্জেন্টাইন এই তারকা। কোপার ট্রফির সঙ্গে আরও দুটি অর্জন, লিওনেল মেসির জন্য এরচেয়ে ভাল স্ক্রিপ্ট বুঝি আর হতেই পারে না!

আপনি আরও পড়তে পারেন