বার কাউন্সিলের অফিস বন্ধ, অনলাইনে চলবে ফরম ফিলাপ

বার কাউন্সিলের অফিস বন্ধ, অনলাইনে চলবে ফরম ফিলাপ

করোনাভাইরাস মহামারি ঠেকাতে সরকার ঘোষিত ‘কঠোর বিধিনিষেধে’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বার কাউন্সিলের অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইনে হাইকোর্ট পারমিশন পরীক্ষার ফরম পূরণ ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।

রোববার (১১ জুলাই) বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলামের স্বাক্ষর করা নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, হাইকোর্ট পারমিশন পরীক্ষার ফরম পূরণ এবং অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির কার্যক্রমের জন্য সীমিত আকারে বাংলাদেশ বার কাউন্সিল অফিস খোলা হলেও করোনা মহামারির কারণে সরকার ঘোষিত ‘বিধিনিষেধে’র জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

তবে হাইকোর্ট পারমিশন পরীক্ষার ফরম পূরণ ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে চলমান থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন