মাহমুদউল্লাহর বিদায়ে সতীর্থদের আবেগঘন বার্তা

মাহমুদউল্লাহর বিদায়ে সতীর্থদের আবেগঘন বার্তা

টেস্ট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নেওয়ার ইস্যুতে এখনো জট খোলেনি। তিনি যে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশ দলের হয়ে আর প্রতিনিধিত্ব করবেন না, সেটি এক প্রকার নিশ্চিত। তবে মাহমুদউল্লাহ বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এনিয়ে এখনো কেউই আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। হারারে টেস্টের পঞ্চম দিনে (রোববার) মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন মাহমুদউল্লাহ। এর পরেই জানা যায়, তিনি আর টেস্ট খেলবেন না।

হারারে টেস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ২২০ রানের রেকর্ড ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল। এই জয়ের পর সাদা পোশাকটাকে স্মরণীয় করে রাখতে দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ছবিও উঠেছেন মাহমুদউল্লাহ। ম্যাচ শেষে এই ফরম্যাটের অধিনায়ক মুমিনুল হক নিশ্চিত করেছেন, মাহমুদউল্লাহ আর টেস্ট খেলতে চান না। তবে হঠাত কেন এমন সিদ্ধান্ত, সেটি নিশ্চিত করতে পারেননি মুমিনুল।

ম্যাচ শেষে মাহমুদউল্লাহর টেস্ট অবসরকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার জাতীয় দলের সতীর্থরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদউল্লাহকে নিয়ে লিখেছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্তরা।

তামিম তার ফেসবুক পেজে লিখেছেন, ‘লাল বলের ক্রিকেটে আপনার সেবার জন্য ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সীমিত পরিসরের ক্রিকেটে দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি।’

আগামীর জন্য শুভকামনা জানিয়ে মিরাজ লিখেছেন, ‘এক দুর্দান্ত খেলোয়াড় আপনি! বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আপনি আর টেস্ট খেলবে না। খেলোয়াড়, ভক্তরা আপনাকে এই সংস্করণে ক্রিকেটে মিস করবে। আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি। আরও শিখতে মুখিয়ে আছি। আপনি যে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছেন তা উপভোগ করুন।’

টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত লিখেন, ‘আমি যে কোনও দলে খেলি না কেন তার মতো একজন রত্নকে  ড্রেসিংরুমে পেয়েছি। আপনার থেকে অনুপ্রেরণার পাশাপাশি অনেক কিছু শিখেছি। টেস্ট ক্রিকেটে দেশকে যে সেবা দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক।’

আপনি আরও পড়তে পারেন