হ্যারি কেন একা কী করবেন?

হ্যারি কেন একা কী করবেন?

স্বপ্ন পূরণের খুব কাছাকাছি গিয়েছিল ইংল্যান্ড। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপ সেরার ফাইনালে উঠেছিল থ্রি লায়ন্সরা। তবে মেগা ফাইনালের মঞ্চে ইতালির সঙ্গে পেরে ওঠেনি তারা। শিরোপার খুব কাছে গিয়ে বিবর্ণ মুখে মাঠ ছাড়তে হয় অধিনায়ক হ্যারি কেনের দলের। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করলেও ফাইনালে কিছুটা নিষ্প্রভ ছিলেন কেন। তবে টাইব্রেকারে দল হারলেও সেখানে ঠিকই গোল করেছেন ইংলিশ দলপতি।

ইউরোর এবারের আসরে শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা না হতে পারলেও টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফর্ম করে চারটি গোল করেন কেন। ফাইনালে টাইব্রেকারে নিজের কাজটাও সেরেছিলেন বল জালে জড়িয়ে। ম্যাচ শেষের পর আক্ষেপ ভরা কন্ঠে ইংলিশ দলপতি যা বললেন, তার মানে দাঁড়ায়, তিনি একা আর কী-ই বা করবেন!  হ্যারি কেন বললেন, ‘আমি এর থেকে বেশি কিছু করতে পারতাম না।’

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার রাতে ইতালির বিরুদ্ধে ফাইনাল ম্যাচের শুরুর ২ মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড। সে লিড অবশ্য ধরে রাখতে পারেনি তারা। ৬৭তম মিনিটে সমতায় ফেরে আজ্জুরিরা। পরে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও আর কোন দল গোল করতে না পারলে শিরোপা নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে কেন ঠিকই গোল করেছেন, তবে সতীর্থরা যোগ্য প্রতিদান দিতে পারেননি।

হেরি কেন জানান, ‘এটা আমাদের রাত ছিল না। আমরা দারুণ একটি টুর্নামেন্ট কাটালাম। আমরা আমাদের মাথা উঁচু করেই মাঠ ছাড়ছি, কিন্তু হারটা অনেক কষ্ট দিচ্ছে। অনেকদিন ধরেই কষ্ট দিবে। আশা করি আমরা সামনের বছর আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরব। পেনাল্টি তো পেনাল্টিই। দলের সবার এর থেকে বেশি আর কিছুই দেওয়ার ছিল না।’

আপনি আরও পড়তে পারেন