নাটক থেকে নিজেকে গুটিয়ে নেব: বান্নাহ

নাটক থেকে নিজেকে গুটিয়ে নেব: বান্নাহ

ছোট পর্দার সফল নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। সারা বছরই নতুন নতুন নাটক নির্মাণ করেন। তবে ঈদ উপলক্ষ্যে অন্যদের মতো তার ব্যস্ততাও থাকে বেশি। এবারের ঈদে দশটি নাটক নিয়ে আসছেন তিনি। এগুলো হলো- ‘মায়ের ডাক’, ‘নিকষিত’, ‘কালাই’, ‘সুইপার ম্যান’, ‘ম্যাড ম্যান’, ‘দ্য টিচার’, ‘আমাদের বিয়ে’, ‘হোম পলিটিক্স’, ‘ফাতরা’ ও ‘দ্য হাইজ্যাকার’।

এর মধ্যে ‘মায়ের ডাক’ ও ‘দ্য টিচার’ নাটক দুটি নিয়ে দর্শকদের মধ্যে এখনই আগ্রহ তৈরি হয়েছে। কিছু দিন আগে ‘দ্য টিচার’ নাটকটির ট্রেলার প্রকাশ করেন বান্নাহ। কেবল তার অ্যাকাউন্ট থেকেই সেটা দেখেছে ৬ লাখের বেশি দর্শক। নাটকের ট্রেলারে এতো বেশি সাড়া খুব একটা দেখা যায় না।

অবশ্য ‘দ্য টিচার’ নিয়ে কিছু নেতিবাচক মন্তব্যও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এ বিষয়ে জানতে চাইল-কে বান্নাহ বলেন, ‘কিছু নেগেটিভ কমেন্ট সবখানেই থাকে। তবে আমার প্রশ্ন হলো, ট্রেলার দেখেই তারা কিভাবে সমালোচনা করে? আগে নাটকটা প্রচার হোক, তারা পুরোপুরি দেখুক, এরপর বলুক কোন দিকটা খারাপ লেগেছে। তখন সেটা মেনে নেব আমি। কিন্তু আমি তো দেখি নিন্দার চেয়ে ভালোবাসাই বেশি। মানুষ যদি পছন্দ না-ই করতো, তাহলে এতো ভিউ কোথা থেকে এলো?’

‘দ্য টিচার’ নাটকের মূল দুই চরিত্রে অভিনয় করেছেন সজল এবং ফুড ব্লগার রাফসান। বান্নাহ বলেন, রাফসানকে নিয়ে অনেক আগে থেকেই কাজ করব ভাবছিলাম। তার সঙ্গে আলাপও হয়েছে বেশ কয়েকবার। অবশেষে কাজটা হলো। আসলে এই নাটকের চরিত্রের জন্য তাকে উপযুক্ত মনে হয়েছে বিধায় নিয়েছি।’

 

‘মায়ের ডাক’ নাটকে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, তাহসান, তৌসিফ মাহবুব, জাকিয়া বারী মম, জোভান, তাসনিয়া ফারিণ ও শাহেদ আলী। তারকাবহুল নাটকটি সম্পর্কে এর কাছে বান্নাহ বলেন, ‘এটা একটা পারিবারিক গল্পের নাটক। চমৎকার একটি বার্তা রয়েছে শেষ অংশে। তবে এখনই সেটার ইঙ্গিত দিতে চাই না। দর্শকরা নাটকটা দেখেই উপলব্ধি করবেন।’

এর আগে ‘আশ্রয়’ নামের একটি নাটক বানিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন বান্নাহ। সেখানেও ছিল পারিবারিক গল্প। তাহলে ওই নাটকের ধারাবাহিকতা থেকেই ‘মায়ের ডাক’ নির্মিত হয়েছে? এমন প্রশ্নের জবাবে ‘নাইন অ্যান্ড আ হাফ’ খ্যাত নির্মাতা বলেন, ‘দুটোই পারিবারিক গল্পের নাটক। তবে সিক্যুয়েল বা ধারাবাহিকতার কিছু নেই এখানে। এটা মূলত মাকে কেন্দ্র করে সন্তানদের কিছু বিষয়ের গল্প। আমার বিশ্বাস, নাটকটা দেখলে দর্শকরা সুন্দর একটি মেসেজ পাবেন।’

আগের তুলনায় বান্নাহ কাজের পরিমাণ এবং প্রচারণা কমিয়ে দিয়েছেন। এর কারণ জানতে চাইলে নির্মাতা বলেন, ‘যত দিন যাবে, আমি নিজেকে আরও গুটিয়ে ফেলব নাটক থেকে। অন্য একটা প্ল্যান নিয়ে আগাচ্ছি। ঈদের পরেই সেটার ঘোষণা দেব।’

আপনি আরও পড়তে পারেন