বাবার লাশ দাফনের আগেই এলো ছেলের মৃত্যু সংবাদ

বাবার লাশ দাফনের আগেই এলো ছেলের মৃত্যু সংবাদ

চট্টগ্রামের বোয়ালখালীর চর খিজিরপুর ইউনিয়নে করোনা আক্রান্ত হয়ে আবু সৈয়দ চৌধুরী (৬৫) ও তার ছেলে মো. আলমগীর মারা গেছেন। মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জুলাই) চরখিজিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্য হোসনে আরা বেগম বলেন, ২২ জুলাই প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হন আলমগীর। এর পরদিন আক্রান্ত হন আবু সৈয়দ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন চট্টগ্রামের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে মঙ্গলবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবু সৈয়দ মারা যান। বুধবার (২৮ জুলাই) তার দাফন কাজ শেষ হওয়ার আগেই সকাল ১০টার দিকে মারা যান ছেলে আলমগীরও।

তিনি আরও বলেন, বুধবার সকাল ১১টার দিকে বাবা আবু সৈয়দের ও আসরের পর আলমগীরের দাফন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন। আর এই সময়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৯১৫ জন। করোনা শনাক্তের হার ৩২.৭৭ শতাংশ।

আপনি আরও পড়তে পারেন