৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

সাভারের সিঙ্গার ইলেকট্রনিক্সের ওয়্যারহাউসে লাগা আগুন তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে সাভারের রাজফুলবাড়িয়ার জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার স্টেশনের আরও দুটি ইউনিট, সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি, মিরপুর ফায়ার সার্ভিসের দুটি ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ১২টি ইউনিট তিন ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের তীব্রতা কিছুটা কমেছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, কাল ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। আগুন অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। আগুনের তীব্রতা বেশি হাওয়ায় ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনে খবর পাঠিয়ে ১২টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে আগুলিয়ার জামগড়া এলাকার ফেন্ডস টাওয়ারের দ্বিতীয় তলার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানানো হবে।

আপনি আরও পড়তে পারেন