কেন মেসিকে রাখতে পারছে না বার্সেলোনা, জানালেন সভাপতি

কেন মেসিকে রাখতে পারছে না বার্সেলোনা, জানালেন সভাপতি

লিওনেল মেসি আর বার্সেলোনা, দুই হরিহর আত্মার বিচ্ছেদ ঘটে গেছে। দুই দশকের এই সম্পর্কের ইতি ঘটছে অর্থনৈতিক কারণে, বিষয়টা জানা গিয়েছিল আগেই। এবার সভাপতি হোয়ান লাপোর্তার মুখ থেকে এল আনুষ্ঠানিক বিবৃতি, যাতে পাওয়া গেল মেসির না থাকার কারণ।

আজ স্প্যানিশ স্থানীয় সময় সকাল ১১টায় বার্সেলোনা তাদের ক্লাব কমপ্লেক্সে মেসির পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে সভাপতি লাপোর্তাকে স্বাভাবিকভাবেই অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়।

মেসির সঙ্গে পুরোপুরি আর্থিক কারণেই বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করা যাচ্ছে না কিনা, এমন এক প্রশ্নও ধেয়ে আসে বার্সা সভাপতির উদ্দেশে। বার্সেলোনা সভাপতির উত্তরে বলেন, ‘যা হয়েছে বেতন কমানো নিয়ে লা লিগার নিয়মের কারণেই।’

পুরো পরিস্থিতিটাও ব্যাখ্যা করেন বার্সা সভাপতি। তার কথা, ‘কারণ ২৫ মিলিয়ন ইউরো বেতন প্রস্তাব দেওয়ার জন্য আমাদেরকে কমাতে হতো ১০০ মিলিয়ন ইউরোর বেতন! আমরা মেসিকে নতুন চুক্তি দিতে হলে বেতন কমাতে হতো অন্য খেলোয়াড়দের। কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, এটা সহজ নয় কারণ তাদের সঙ্গে আমাদের চুক্তি স্বাক্ষর করা আছে!’

আপনি আরও পড়তে পারেন