আল্লামা শফীর পাশেই শায়িত হবেন বাবুনগরী

আল্লামা শফীর পাশেই শায়িত হবেন বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবরের পাশেই আল্লামা জুনায়েদ বাবুনগরীকে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিস। তিনি বলেন,  হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর কবরের পাশেই বাবুনগরীকে দাফন করা হবে। এখন কবর খনন করার কাজ চলছে।

বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা এলাকায় সরেজমিনে দেখা গেছে, বায়তুন নূর জামে মসজিদের পশ্চিম পাশে আল্লামা শফীর কবর ঘেঁষে বাবুনগরীর জন্য কবর খোঁড়া হচ্ছে। ১০-১২ জন মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী কবর খুঁড়ছেন।

রাত ১১টায় হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় বাবুনগরীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে দাফন করা হবে। দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে তিনি মারা যান।

পরে তার মরদেহ মাদরাসায় নিয়ে আসা হয়। সেখানে দুই ঘণ্টা রাখার পর মরদেহ নিয়ে যাওয়া হয় ফটিকছড়িতে। সন্ধ্যার পর মরদেহ ফের হাটহাজারীতে নিয়ে আসার কথা রয়েছে।

আপনি আরও পড়তে পারেন