দেশের শীর্ষস্থানীয় এয়ার কন্ডিশনার ব্র্যান্ড গ্লোব এয়ার – (Globe Aire) এবারে গ্রাহকদের জন্য একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে যার আওতায় গ্লোব এয়ার এয়ার কন্ডিশনারে থাকছে ৪০% পর্যন্ত ডিসকাউন্ট। নির্দিষ্ট মডেলের ১.৫ টন সিঙ্গার এসি পাওয়া যাচ্ছে ৪০,০০০ টাকায়।
সেই সাথে Gree Carrier, General, Panasonic ইনভার্টার এসিতেও ব্র্যান্ড বাজার দিচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্ট।
ব্র্যান্ড বাজার থেকে এসি কিনলে ক্রেতারা পাচ্ছেন ৫ বছরের কম্প্রেসর ওয়্যারেন্টি। ক্রেতাদের সুবিধার্থে নগদ কিংবা EMI মূল্য পরিশোধের সুযোগ রেখেছে সিঙ্গার।
ব্র্যান্ড বাজার বিক্রয় কেন্দ্র ছাড়াও অনলাইনে (BrandBazaarBD.com) ও ‘একটাই কল, দ্যাট’স অল’ সার্ভিসের মাধ্যমে 01619550030 নম্বরে একটি কল করে ক্রেতারা গ্লোব এয়ার এসি কিনতে পারবেন।