বেনাপোলে ১৫ কেজি গাঁজাসহ আটক -১

বেনাপোলে ১৫ কেজি গাঁজাসহ আটক -১
মোঃ নয়ন হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি।।
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৫ কেজি গাঁজা সহ লিয়াকত হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শনিবার (২১ আগষ্ট) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের বিলপাড়া এলাকা থেকে তাকে আটক করে পোর্ট থানা পুলিশ।
আটক লিয়াকত বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের কালু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের উদ্দেশ্যে এক মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমান গাঁজাসহ পোর্ট থানার ধান্যখোলা গ্রামের বিলপাড়া এলাকায় অবস্থান করেছে। এমন গোপন সংবাদের উপর ভিত্তি করে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

আপনি আরও পড়তে পারেন