বঙ্গবন্ধুর দুই খুনির অবস্থান শনাক্ত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর দুই খুনির অবস্থান শনাক্ত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত যারা বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে তাদের খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পালিয়ে থাকা দুজনকে শনাক্ত করা হয়েছে, তাদের ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

সোমবার (২৩ আগস্ট) বিকালে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, যেকোনও নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য আগস্ট মাসকে বেছে নেয় দুর্বৃত্তরা। স্বাধীনতা বিরোধীরা মনে করেছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে তার সবকিছু মুছে দিতে পারবে। কিন্তু পরবর্তী বঙ্গবন্ধুর দুই কন্যা দেশে এসে বঙ্গবন্ধুর স্বপ্নকে স্বার্থক করতে কাজ করে যাচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, জামায়াত-বিএনপি সরকার রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলো। তবে জনগণ ভোটের মাধ্যমে স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে।

আপনি আরও পড়তে পারেন