বিসিবির আলোচিত এজিএমে কী হবে?

বিসিবির আলোচিত এজিএমে কী হবে?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবশেষ বার্ষিক সাধারণ সভা বা এজিএম হয়েছিল ২০১৭ সালে। এরপর একাধিক কারণে পিছিয়েছে এজিএমের দিনক্ষণ। করোনাভাইরাসের মধ্যে ঘোষণা দিয়েও এজিএম আয়োজন করতে পারেনি বিসিবি। অবশেষে আগামীকাল (বৃহস্পতিবার) রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে এজিএম আয়োজনের বন্দোবস্ত করেছে ক্রিকেট বোর্ড।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন মিরপুরে সংবাদমাধ্যমকে বলেন, ‘আগামী ২৬ আগস্ট আমাদের বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। প্রকৃতপক্ষে গত তিন বছর আমাদের নানা সীমাবদ্ধতার কারণে আমরা আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারিনি। এ বছর চেষ্টা ছিল জুলাই মাসে আমাদের এজিএমটা করার। সেটা সম্ভব হয়নি কোভিড প্রতিবন্ধকতার কারণে। এখন একটা তারিখ নির্ধারণ করেছি, আমাদের প্রস্তুতিও মোটামুটি সম্পন্ন।’

এক সময় বোর্ডের কার্যক্রমে কাউন্সিলরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদে ক্রমেই কমেছে কাউন্সিলরদের অংশগ্রহণ। তবে এবারের এজিএমে সবার সরব উপস্থিতি থাকবে বলে জানালেন নিজামউদ্দিন, ‘ইতোমধ্যে আমরা জেনেছি আমাদের অনেক কাউন্সিলর ঢাকায় অবস্থান করছেন। আশা করছি সুষ্ঠ, সুন্দরভাবে আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারবো।’

বিসিবির গঠনতন্ত্রের ১২.১ অনুচ্ছেদে উল্লেখ করা আছে প্রতি অর্থবছর সমাপ্তির অন্যূন ১২০ দিনের মধ্যে পরিচালনা পরিষদ কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও নির্বাচিত স্থানে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। অথচ গঠনতন্ত্রের এ ধারা গত তিন বছরে তো বটেই, গত ১৪ বছরেও ঠিকঠাক মানা হয়নি।

প্রধান নির্বাহীর ব্যাখ্যা, ‘কিছু সীমাবদ্ধতা তো থাকেই। আমাদের সংস্থার ধরণটাই এমন যে নানা রকমের কার্যক্রম থাকে। এসবের সাথে কোভিড পরিস্থিতি, যদিও এভাবে বলা ঠিক হবে না। সবকিছু মিলিয়েই দেরিটা হয়েছে।’

২০২১ এজিএমের আলোচ্যসূচিতে প্রধান নির্বাহী ও প্রধান অর্থ কর্মকর্তা পরিচালনা পরিষদ কর্তৃক অনুমোদিত গত তিন অর্থবছরের (২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০) বোর্ডের যাবতীয় কার্যক্রম, হিসাব, নিরীক্ষা তুলে ধরবেন। বিসিবির প্রধান নির্বাহী তার প্রতিবেদনে তুলে ধরবেন বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদে বাংলাদেশ দলসহ বিসিবির বিভিন্ন দলের সাফল্য। প্রধান অর্থ কর্মকর্তা তুলে ধরবেন গত তিন অর্থবছরে বোর্ডের আয়-ব্যয়, এফডিআর ও পুঞ্জীভূত তহবিলের যাবতীয় হিসাব-নিকাশ।

এর বাইরে কি এজেন্ডা থাকছে? জানতে চাইলে নিজামউদ্দিন বললেন, ‘কি এজেন্ডা থাকবে সেগুলো আমাদের গঠনতন্ত্রে বলা আছে। প্রকৃত পক্ষে বার্ষিক সাধারণ সভায় আমাদের সিইও রিপোর্ট, অডিটেড একাউন্টস এবং বাজেট, মূলত এ বিষয়গুলোই আসে।’

আপনি আরও পড়তে পারেন