আফগানিস্তান নারী ক্রিকেটারদের পাশে নেই আইসিসি

আফগানিস্তান নারী ক্রিকেটারদের পাশে নেই আইসিসি

বর্তমান বিশ্বে আফগানিস্তান প্রতিনিয়ত খবরের শিরোনাম হচ্ছে। দেশ ত্যাগ করছেন দেশটির অনেকে। এমন অবস্থায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বলেছিল আফগানিস্তান ক্রিকেট পর্যবেক্ষণ করছে তারা। কিন্তু আফগানিস্তান নারী ক্রিকেটাররা একাধিকবার ইমেইল করেও আইসিসির কাছ থেকে কোনো সাড়া পাননি, এমন দাবি করছেন তারা।

আফগান নারী ক্রিকেটার রয়া শামীম বলেন, ‘নারী ক্রিকেটাররা আইসিসিকে একাধিকবার ই-মেইল করেও তাদের পক্ষ থেকে কোনোরূপ সাড়া পাওয়া যায় নি। নারী ক্রিকেটাররা তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।’

কাবুলে তালেবান প্রবেশের কিছু দিন পূর্বে রয়া শামীম তার দুই বোনকে নিয়ে কানাডা চলে আসেন। বর্তমানে কানাডার শরনার্থী ক্যাম্পে দিন কাটছে তাদের। আসার সময় কেঁদেছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের এই নারী ক্রিকেটার।

তিনি বলেন, ‘আফগানিস্তান ছেড়ে আসাটা ছিল অনেক কষ্টের। সে দিন আমি কেঁদেছি, আমি আমার কাজ, আমার ক্রিকেট, আমার সহকর্মী, আমার ঘর, আমার আত্মীয়স্বজন সবকিছু অনেক ভালোবাসি। সবকিছু ছেড়ে চলে এসেছি, সেদিনের কথা এখনো মনে পড়লে কান্না চলে আসে।’

তিনি আরও বলেন, ‘তালেবানরা সর্বশেষ যখন ক্ষমতায় ছিল তখন নারীদের শিক্ষা অর্জন ও ঘরের বাইরে কাজ করতে দেয়নি, নারীদের বোরখা পরা ও পুরুষ সঙ্গী ছাড়া ঘরের বাইরে যাওয়া সম্ভব ছিল না। এসব কর্মকাণ্ডের পর নারীদের ক্রিকেট খেলায় অংশগ্রহণ কী সম্ভব হতো? তালেবানরা নারীদের শিক্ষার বিপক্ষে সেখানে কিভাবে নারীদের ক্রিকেট দল হতে দেবে।’

রয়া বলেন, ‘আমরা নারী ক্রিকেটাররা আইসিসিকে মেইল করেছি তাদের কোনোরূপ সাড়া নেই, তারা আমাদের বিবেচনা করছে নাহ এমনভাবে আমাদের দেখছে যেন আমাদের এ দুনিয়াতে অস্তিত্বই নেই। তালেবান যখন কাবুল প্রবেশ করে তখন আমরা আইসিসিকে বলি আমাদেরকে রক্ষা করুন, আমরা আমাদের ক্রিকেটারদের নিয়ে উদ্বিগ্ন। আফগান ক্রিকেট বোর্ড অপেক্ষা করার জন্য বলে।’

আপনি আরও পড়তে পারেন