উভয় বাজারে বেড়েছে সূচক ও লেনদেন

উভয় বাজারে বেড়েছে সূচক ও লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও বেড়েছে সূচক ও লেনদেন।

আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৬৩ পয়েন্ট। এর ফলে টানা তিন দিন উভয় শেয়ারবাজারে সূচক বাড়ল।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ২০৮টির, অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বেশিরভাগ কোম্পানির দাম কমলেও বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ১৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৯৫ পয়েন্টে অবস্থান করছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমেছে এবং ডিএস৩০ সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫০৬ কোটি ২৩ লাখ ৯৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৬৩ কোটি ৭৮লাখ ৮১ হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো, জেনেক্স ইনফোসেস, ওরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, আলিফ ইন্ডস্ট্রিজ, সাইফ পাওয়ার, লাফার্জহোলসিম, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, ব্যাংক এবং মালেক স্পিনিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি শেয়ারের দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮০ লাখ ৪৯ হাজার ৫৩৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৫ কোটি ২৯ লাখ ৫২ হাজার ৯১৭ টাকা।

 

 

 

আপনি আরও পড়তে পারেন