নরসিংদীতে রায়পুরায় ইউপি নির্বাচনকে ঘিরে আ.লীগ অফিস ও দোকানপাট ভাংচুর

নরসিংদীতে রায়পুরায় ইউপি নির্বাচনকে ঘিরে আ.লীগ অফিস ও দোকানপাট ভাংচুর

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বাজারের দোকানপাট ও ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ৬টায় মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি বাজারে এই ঘটনা ঘটেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিক বরাদ্দ পাওয়ার পর সন্ধ্যায় মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুর এলাহীর সমর্থকরা পিরিজকান্দি বাজারে প্রচারনা শুর করে। একই সময় অপর বিদ্রোহী প্রার্থী আসাদুল হক ভুইয়ার সমর্থকরাও ওই বাজারে প্রচারনায় গেলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের অফিসসহ কয়েকটি দোকানপাটে ভাংচুর করা হয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন এবং রায়পুরা থানা পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থায় নেয়।

 

 

আপনি আরও পড়তে পারেন