ঠাকুরগাঁওয়ে পুলিশি বাধার মুখে বিএনপির কর্মসূচি বাতিল

ঠাকুরগাঁওয়ে পুলিশি বাধার মুখে বিএনপির কর্মসূচি বাতিল

মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥

 

কেরোসিন, ডিজেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং গন পরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির আওতায় ঠাকুরগাঁওয়ে লিফলেট বিতরন কর্মসুচি গ্রহন করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে এই কর্মসুচি পালন করতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে বিএনপির নেতাকর্মীরা। এর প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন।

মির্জা ফয়সাল বলেন, সরকারের দূর্নীতির প্রতিবাদ করা গনতান্ত্রিক অধিকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, এ বিষয়ে জনগণকে সচেতন করা বিএনপির অধিকার। পুলিশ দিয়ে আমাদের এ অধিকারকে সরকার কেড়ে নিচ্ছে। আজ এই অদ্ভুত দেশে মানুষের গনতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই সরকার গনতন্ত্রকে গলাটিপে  হত্যা করেছে।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য আল মামুন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম শরিফ।

 

আপনি আরও পড়তে পারেন