মূলধন বাড়ল সাড়ে ৪ হাজার কোটি টাকা

মূলধন বাড়ল সাড়ে ৪ হাজার কোটি টাকা

কিছুটা ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। বিদায়ী সপ্তাহে (১৪ থেকে ১৮ নভেম্বর) পাঁচ কার্য দিবসের একদিন সূচকের উত্থান ও চারদিন পতন হয়। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের পুঁজি (বাজার মূলধন) বেড়েছে ৪ হাজার ৬০৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ৮৩১ টাকা। 

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক (ডিএসইএক্স) আগের সপ্তাহের চেয়ে ৯৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ২ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এক সপ্তাহে ডিএসইতে ৩৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টির শেয়ারের দাম বেড়েছে। এছাড়া কমেছে ২০৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে ৩৮৩ প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩টির শেয়ারের দাম বেড়েছিল, কমেছিল ১৯১টির। অপরিবর্তিত ছিল ১৬টির শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন সাড়ে ৪ হাজার কোটি টাকা থেকে বেড়ে ৫ লাখ ৬১হাজার ৬৮ কোটি ৫৭ লাখ ১৭ হাজার ৫৬২টাকায় অবস্থান করছে, যা এর আগের সপ্তাহে ছিল ৫ লাখ ৫৬ হাজার ৪৭০ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৬৯০টাকা।

বিদায়ী সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট ৬ হাজার ৯৯২ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৮৮৮ টাকা লেনদেন হয়। এর আগের সপ্তাহে মোট পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ হাজার ৮৯৮কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৬৯০ টাকা। অর্থাৎ, আগের সপ্তাহের চেয়ে লেনদেন বেড়েছে ১ হাজার ৯৪ কোটি ১৪ লাখ ৫০ হাজার ১৯৮ টাকা, যা ১৮ দশমিক ৫৫ শতাংশ।

গত সপ্তাহে সবচেয়ে বেশি পুঁজি বেড়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের বিনিয়োগকারীদের। এ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে ৬০ শতাংশ হারে। এরপর পুঁজি বেড়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের বিনিয়োগকারীদের। এরপর যথাক্রমে পুঁজি বেড়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড, প্রাইম ফাইনান্স, ওয়ান ব্যাংক, এনসিসি ব্যাংক, ইনটেক্স অ্যাগ্রো, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক  ও জেনেক্স ইনফোসিস লিমিটেডের।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঁচ কার্যদিবসে মোট ২৫২ কোটি ১১ লাখ ৫০ হাজার ৩৬৯ টাকা লেনদেন হয়েছে।  সিএসইর প্রধান সূচক সিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ২২৬ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।  ১৪৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭৬টির; অপরিবর্তিত রয়েছে ১৪টির।

 

 

 

আপনি আরও পড়তে পারেন