জগন্নাথপুর -পাগলা সড়কে নোহা-ট্রাক এর সংঘর্ষে ৩ জন নিহত, ৪ জন আহত

জগন্নাথপুর -পাগলা সড়কে নোহা-ট্রাক এর সংঘর্ষে ৩ জন নিহত, ৪ জন আহত

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর -পাগলা সড়কে নোহা গাড়ী  ও ট্রাকের সংঘর্ষে কনক(৭),নিলয়(৬) ও খোকন(৩২) নামক তিনজন নিহত এবং সজীব (৯),উজ্জ্বল (৮),প্রীতম(৭) ও সুহেল(৩৬) নামক ৪ জন আহত হয়েছেন। গাড়ী চালক পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যাক্তি সুত্রে জানাযায়,  সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা গ্রাম থেকে বিয়ের দাওয়াত খেয়ে নোহাগাড়ী যোগে বাড়ী ফেরার পথে ২২শে নভেম্বর রোজ রবিবার দিবাগত রাত ৯টা ৩০ মিনিটের সময় জগন্নাথপুর – পাগলা সড়কের ডাবর পয়েন্ট এলাকার দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে দ্রুতগামী বরযাত্রীবাহী নোহা গাড়ীর সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষে নোহাগাড়ীতে থাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোল্লারগাঁও নিবসাী লিপু চন্দে ছেলে কনক চন্দ (৭),সমীরন মৎস্য দাস এর ছেলে নিলয় মৎস্য দাস(৬) ও পুতুল মৎস্য দাস এর ছেলে খোকন মৎস্য দাস(৩২) ঘটনাস্থলে মৃত্যু বরণ করেছে এবং কাজল চন্দের ছেলে উজ্জ্বল চন্দ (৮),রাখাল দেব এর ছেলে সজীব দেব(৯),কনক দেব এর ছেলে প্রীতম দেব(৮) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং নিবাসী মোঃ সুহেল মিয়া(৩৬) আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।  গুরুতর আহত কাজল চন্দের ছেলে উজ্জ্বল চন্দ (৮),রাখাল দেব এর ছেলে সজীব দেব(৯),কনক দেব এর ছেলে প্রীতম দেব(৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যান্য আহতরা সাময়িক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে। গাড়ী চালক পলাতক রয়েছে।

 

 

আপনি আরও পড়তে পারেন