ঝিনাইদহে বাসের চাপায় শিশু নিহত

ঝিনাইদহে বাসের চাপায় শিশু নিহত

শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ;
ঝিনাইদহে যাত্রীবাহি বাসের চাপায় রহিমা খাতুন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সদর উপজেলার চেউনিয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে ও গড়িয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, নিহত রহিমা তার মা’র সাথে কালীগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছে সড়কে গাড়ি থেকে নেমে টাকা দেওয়ার সময় শিশু রহিমা মায়ের অগোচরে রাস্তা পার হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের দ্রæতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।

 

আপনি আরও পড়তে পারেন