জাতীয় দাবায় চ্যাম্পিয়ন রাজীব

জাতীয় দাবায় চ্যাম্পিয়ন রাজীব

গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের খেলা শেষ হয়েছে ঘণ্টা দেড়েক আগে। আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের খেলাও শেষ কিছুক্ষণ আগে। দুই জনই পর্দায় চোখ রাখছিলেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের বোর্ডের দিকে। রাজীবের আকর্ষণ ছিল বেশি। নিয়াজ মোর্শেদ আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন সাগরের সঙ্গে পয়েন্ট হারালেই যে চ্যাম্পিয়ন তিনি।

নিয়াজ জিতলেও সুযোগ ছিল রাজীবের। সেক্ষেত্রে কাল প্লে অফে সাক্ষাৎ হতো দুজনের। তবে লড়াইটা যে পর্যন্ত যেতেই পারেনি। শেষমেশ নিয়াজকে হারিয়েই বসলেন সাগর। তাতেই রাজীব বনে গেলেন চ্যাম্পিয়ন। ১৩ খেলায় ১০ পয়েন্ট নিয়ে জাতীয় দাবার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুললেন তিনি।

পঞ্চম বারের মতো জাতীয় দাবার সেরা হয়ে রাজীবের প্রতিক্রিয়া, ‘এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। শুরুর দিকে জিয়া ভাইয়ের সঙ্গে লড়ছিলাম। জিয়া ভাই নিয়াজ ভাইয়ের কাছে হারায় তখন শেষের নিয়াজ ভাইয়ের সঙ্গেই আমার লড়াই চলছিল। আমি অনেক জেতা খেলা ড্র করেছি। সেগুলো পয়েন্ট পেলে আরো সহজেই চ্যাম্পিয়ন হতে পারতাম।’

নিয়াজ অবশ্য প্লে অফ মিস করায় খুব একটা আফসোস করছেন না, ‘আমি প্রথম দিকে ভালো শুরু করতে পারিনি। পরে ভালো খেলেছি। শেষ ম্যাচে কিছু ভুল হয়েছে। এটা খেলার অংশ, খেলায় ভুল হতেই পারে।’

নিয়াজ শেষ ম্যাচে হেরে যাওয়ায় দ্বিতীয় হয়েছেন জিয়া। দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার অবশ্য প্রস্তুত ছিলেন প্লে অফের জন্য, ‘নিয়াজ ভাই ভালো ফর্মে ছিলেন। সাগরের সঙ্গে ড্র হলে আমার সঙ্গে দ্বিতীয় স্থানের জন্য প্লে অফ হতো। সাগর জিতে যাওয়ায় আমি দ্বিতীয় হলাম।’

 

আপনি আরও পড়তে পারেন