বরিশালকে শিরোপা এনে দিতে চান সাকিব

বরিশালকে শিরোপা এনে দিতে চান সাকিব

তিন বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরেছে বরিশালের ফ্র‍্যাঞ্চাইজি। সঙ্গে এবার প্রথমবারের মতো বরিশালের জার্সিতে দেখা যাবে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সাকিবকে নিয়ে প্রত্যাবর্তন রাঙাতে চায় বরিশাল। বিপিএল শুরুর আগে সাকিবও জানিয়েছেন, অধরা শিরোপার স্বাদ এনে দিতে চান বরিশালকে। সেই শিরোপা নিয়েই বরিশাল যেতে চান তিনি।

রাজধানীতে ফরচুন বরিশালের প্লেয়ারর্স সাইনিং অনুষ্ঠানে সাকিব বলছিলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। ফরচুন বরিশালের হয়ে এবার খেলব। প্রথমবার বরিশালের হয়ে খেলার সুযোগ। চেষ্টা থাকবে আমরা যেন বরিশালবাসীকে এবারের শিরোপাটা দিতে পারি।’

বরিশালের সমর্থকদের কাছে সমর্থন চেয়ে সাকিব বললেন, ‘আমরা আশা করব আপনারা দূর থেকে আমাদের সমর্থন করবেন আর আমরা শিরোপা নিয়ে আপনাদের সাথে দেখা করব।’

এর আগে বিপিএলে ৭টি আসর শেষ হয়েছে। যেখানে ৪টি অংশ নিয়েছে বরিশাল। যার দুটিতে ফাইনাল খেললেও শিরোপা জিতা হয়নি। এবার ৩ বছর পর প্রত্যাবর্তন হচ্ছে বরিশালের। সাকিব, ব্রাভো, ক্রিস গেইল, মুজিব উর রহমানদের নিয়ে বেশ শক্ত দল গড়েছে তারা।

নিজের দল নিয়ে সাকিব বলেন, ‘আমি দল নিয়ে খুবই খুশি। আমার কাছে মনে হয়, আমাদের ভারসাম্যপূর্ণ একটি দল আছে। সব দলই আসলে ভালো। আমাদের আসলে মাঠে পারফর্ম করতে হবে।’

 

 

আপনি আরও পড়তে পারেন