বৃষ্টি নামতে দিল না গেইলদের, এক পয়েন্ট পেল সিলেট

বৃষ্টি নামতে দিল না গেইলদের, এক পয়েন্ট পেল সিলেট

পাঁচ ম্যাচে মাত্র ১ জয়। ২ পয়েন্ট নিয়ে টেবিলের একদম তলানিতে অবস্থান সিলেট সানরাইজার্সের। এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের খেলা প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে জয় পায় সিলেট। এরপর আবার টানা দুই হার। ষষ্ঠ ম্যাচে আজ (শুক্রবার) ফরচুন বরিশালের মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেটের। তবে বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে ম্যাচটি। তাতে নামের পাশে ১ পয়েন্ট যোগ হলো সিলেটের।

দুপুর ১টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি সম্ভব হয়নি। দীর্ঘ অপেক্ষার পরেও থামেনি বেরসিক বৃষ্টি। এতে বাধ্য হয়ে দুপুর ৩টা ৪৫ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা। ২ পয়েন্টের ম্যাচ পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হয় সিলেট-বরিশাল দুই দলকেই।

মূলত পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এজন্য শুক্রবার সকালে রোদের দেখা গেলেও দুপুর সাড়ে ১২টার দিকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। তার কিছুক্ষণের মধ্যেই নামে বৃষ্টি। সেই বৃষ্টি বন্ধ না হওয়ায় ভেসে যায় ম্যাচটি।

হোটেল থেকে স্টেডিয়ামে উপস্থিত হলেও বৃষ্টির কারণে ড্রেসিংরুম থেকে মাঠে নামতে পারেননি ক্রিস গেইল, সাকিব আল হাসানরা।

বৃষ্টির কারণে শঙ্কায় দিনের দ্বিতীয় ম্যাচটিও। যেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হওয়ার কথা আছে মিনিস্টার ঢাকার।

 

আপনি আরও পড়তে পারেন