টঙ্গী বাদ, ছয় ভেন্যুতে প্রিমিয়ার ফুটবল

টঙ্গী বাদ, ছয় ভেন্যুতে প্রিমিয়ার ফুটবল

শুক্রবার ছুটির দিনের শীতের বিকেল। এমন দিনে বাফুফে ভবনে অনেকের সমাগম। উপলক্ষ্য বাফুফের পেশাদার লিগ কমিটির সভা। ঘণ্টা দেড়েকের সভায় চতুর্থ রাউন্ড থেকে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়াম বাদ দিয়ে মুন্সিগঞ্জসহ আরও পাঁচটি ভেন্যুতে লিগ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। 

লিগ কমিটির সিদ্ধান্ত পরিবর্তন হয় কিছু সময় পরপরই এই সিদ্ধান্ত ঘোষণার পরপরই লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে উত্তর দিতে হয়েছে এই সিদ্ধান্তের স্থায়ীত্ব নিয়ে। সাত ভেন্যুতে লিগের সিদ্ধান্ত আগেই ছিল। মাঝে কয়েক দফা কমে গিয়ে দুই ভেন্যুতে ঠেকেছিল।

দুই ভেন্যু নিয়ে প্রথম লেগের ফিকশ্চারও দিয়েছিল। ফুটবলাঙ্গনে নানা সমালোচনার পর ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। যদিও লিগ কমিটির চেয়ারম্যানের দাবি, ‘দেশে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। এখন করোনা শনাক্তের হার কম এবং অসুস্থতাও গুরুতর নয় এজন্য আগের ভেন্যুগুলোতে ফিরে যাওয়া।’

আগামীকাল থেকে লিগের তৃতীয় রাউন্ড শুরু হবে। এই তৃতীয় রাউন্ড টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ট শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়ামে খেলা হবে। চতুর্থ রাউন্ড থেকে মুন্সিগঞ্জের সঙ্গে যোগ হবে সিলেট, গোপালগঞ্জ ,কুমিল্লা, রাজশাহী ও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স।

চতুর্থ রাউন্ড থেকে আর টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম ব্যবহার করবে না বাফুফে।  এই প্রসঙ্গে লিগ কমিটির চেয়ারম্যানের উত্তর,‘ টঙ্গীর ভেন্যুটি ছিল বিকল্প ভেন্যু হিসেবে। এখন অন্য ভেন্যু প্রস্তুত। ফলে এই ভেন্যু আর প্রয়োজন হচ্ছে না।’

ছয় ভেন্যুতে চতুর্থ রাউন্ড কবে থেকে শুরু হবে এটি অবশ্য জানায়নি বাফুফে, ‘কুমিল্লা স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্ট শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। আমরা এজন্য চতুর্থ রাউন্ডের এখনো দিনক্ষণ জানাইনি।’ বলেন সালাম। গত তিন রাউন্ডের মতো ছয় ভেন্যুরই দেখভাল করবে বাফুফে।

এবারের লিগে ১২ দল। ছয়টি ভেন্যু দু’টি করে দলের হোম থাকবে। হোম পাওয়ার আগেই তিন রাউন্ড শেষ। এমনিতেই ফিকশ্চার জটিলতা। বাকি রাউন্ডগুলোতে সম অধিকার নিয়ে ফিকশ্চার হওয়ার আশ্বাস দিলেন লিগ কমিটির চেয়ারম্যান, ‘আমাদের টেকনিক্যাল ব্যক্তিবর্গ আছে। তারা অবশ্যই সকল ক্লাবের বিষয়টি বিবেচনা করেই ফিকশ্চার করবেন।’

১২ ক্লাবের কোনটা কার ভেন্যু

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স: বসুন্ধরা কিংস ও শেখ রাসেল
সিলেট জেলা স্টেডিয়াম: ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম: ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী
বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর রহমান,মুন্সিগঞ্জ: শেখ জামাল ও সাইফ স্পোর্টিং
রাজশাহী জেলা স্টেডিয়াম: বাংলাদেশ পুলিশ ও স্বাধীনতা ক্রীড়া সংঘ
গোপালগঞ্জ: উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

 

আপনি আরও পড়তে পারেন