ঢুলের এই রেকর্ড নেই শচীন-কোহলিদেরও

ঢুলের এই রেকর্ড নেই শচীন-কোহলিদেরও

কয়েকদিন আগেই ভারতকে বিশ্বকাপ জিতিয়ে এসেছেন। নিজে ওই দলের অধিনায়ক ছিলেন, রানও করেছেন। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ইয়াশ ঢুল। রঞ্জি ট্রফিতে দুই ইনিংসেই করেছেন সেঞ্চুরি।

ইতিহাসে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে রঞ্জি অভিষেকে দুই ইনিংসে সেঞ্চুরি করলেন ঢুল। তার এমন কীর্তি আগে গড়তে পারেননি শচীন টেন্ডুলকার, বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটাররা।

রঞ্জি অভিষেকে দুই ইনিংসেই সেঞ্চুরির প্রথম কীর্তিটি ১৯৫২-৫৩ মৌসুমে। গুজরাটের হয়ে জোড়া সেঞ্চুরি করেছিলেন নরি কন্ট্রাক্টর। প্রথম ইনিংসে করেছিলেন ১৫২ রান। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ১০২ রানে।

২০১২-১৩ মৌসুমে মহারাষ্ট্রের ব্যাটার বিরাগ আওয়াতে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সেই নজির গড়েছিলেন। প্রথম ইনিংসে ১২৬ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১১২ রান।

এবার একই কীর্তি গড়লেন ইয়াশ ঢুলও। তামিল নাড়ুর বিপক্ষে ম্যাচটির প্রথম ইনিংসে ১৮ চারে ১৫০ বলে ১১৩ রান করেন ঢুল। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত অপরাজিত আছেন ২০২ বলে ১১৩ রান করেছেন তিনি।

 

আপনি আরও পড়তে পারেন