করোনা পরীক্ষার ফল যেমনই আসুক, দলের সঙ্গে যোগ দেবেন সিডন্স

করোনা পরীক্ষার ফল যেমনই আসুক, দলের সঙ্গে যোগ দেবেন সিডন্স

গত ১২ ফেব্রুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। এজন্য আসন্ন আফগানিস্তান সিরিজকে সামনে রেখে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। গত ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয়বার পরীক্ষায়ও পজিটিভ আসে। ফলে যেতে পারেননি চট্টগ্রামে। আজ (সোমবার) আরেকটি পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন সিডন্স। এই পরীক্ষার ফল যেটাই আসুক, মঙ্গলবার সকালে বাংলাদেশ শিবিরে যোগ দেবেন তিনি।

ঢাকা পোস্টকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বললেন, ‘সিডন্সের আজ একটি পরীক্ষা হয়েছে। ফল যেটাই আসুক, আগামীকাল তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’

এবারের পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হলেও সিডন্সের বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে বাধা নেই। মনজুরের ব্যাখ্যা, ‘আমরা এবার টোকিও অলিম্পিকের করোনা প্রোটোকল ফলো করছি। যেখানে ১০ দিন পার হলে আক্রান্তদের মাধ্যমে জীবাণু ছড়ানোর সুযোগ কম। যেহেতু আর ১০ দিন হয়ে যাচ্ছে, এবং শারীরিকভাবে ভালো আছে, কোনো উপসর্গ নেই। ফলে তাকে অনুনতি দেওয়া হবে।’

দীর্ঘ প্রায় ১১ বছর পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছেন সিডন্স। বাংলাদেশ দলের সাবেক হেড কোচ ও বর্তমান ব্যাটিং পরামর্শক সিডন্সের প্রত্যাবর্তন নেহায়েত মন্দ হয়নি। মাঠের ক্রিকেট উন্নতির পরীক্ষা এখনো দিতে না হলেও এদেশের সমর্থকরা তাদের সৌহার্দ্যে বরণ করেছেন। তবে বাংলাদেশে এসেই কিছুদিনের মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হন সিন্ডন্স।

 

আপনি আরও পড়তে পারেন