বাংলাদেশের অবনতি, ভারত শীর্ষে

বাংলাদেশের অবনতি, ভারত শীর্ষে

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আটে থেকে বাংলাদেশ আগামী বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করেছে। এটা নিশ্চয়ই স্বস্তি ছিল সমর্থকদের জন্য। কিন্তু এরপর থেকেই যে একটু একটু করে পেছনে নামা শুরু হলো মাহমুদউল্লাহ রিয়াদদের।

আটের পর আগের র‌্যাঙ্কিংয়ে নয়ে নেমে গিয়েছিল বাংলাদেশ। এবার তো চলে গেল দশ নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিতে বাংলাদেশকে পেছনে ফেলেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডকে পেছনে ফেলে এদিকে শীর্ষে উঠে গেছে ভারত।

সদ্য সমাপ্ত সিরিজে তারা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে ৩-০ ব্যবধানে। অবশ্য তাদের রেটিং দুইয়ে থাকা ইংল্যান্ডের সমান (২৬৯)।  বাংলাদেশ ও শ্রীলঙ্কার রেটিংও সমান (২৩১)।

ঘরের মাঠে দুই সিরিজ জিতে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। স্কটল্যান্ডের কাছে হারলেও পৌঁছেছিল সুপার টুয়েলভে। এরপর থেকে হেরেই চলেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

সুপার টুয়েলভের সব ম্যাচের পর হেরেছে ঘরের মাঠের পাকিস্তান সিরিজেও। টানা আট ম্যাচ হারায় টাইগারদের পিছিয়ে যাওয়া ছিল স্বাভাবিক। ২৪৯ রেটিং পয়েন্ট নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছয়ে আছে। শ্রীলঙ্কার বিপক্ষে রোববার শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ তারা জিতেছে ৪-১ ব্যবধানে।

 

আপনি আরও পড়তে পারেন