দ্বিতীয় ওয়ানডেতেই ‘ফিরবেন’ তামিম-সাকিবরা, বললেন সিডন্স

দ্বিতীয় ওয়ানডেতেই ‘ফিরবেন’ তামিম-সাকিবরা, বললেন সিডন্স

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিয়ে গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন জেমি সিডন্স। দ্বিতীয় কিস্তিতে বাংলাদেশে এসে ২২ দিন পার করেছেন টাইগারদের সাবেক হেড কোচ। এই দিনগুলো কেমন কেটেছে তার, কীভাবে উপভোগ করছেন নতুন দায়িত্ব, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই শেয়ার করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবালদের গুরু।

ফেসবুকে এক ভিডিও বার্তায় সিডন্স বলেন, ‘বাংলাদেশে আমার প্রথম দশ দিন দুর্দান্ত ছিল। অনেক খেলোয়াড়ের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে। পরে বিপিএল দেখলাম, যেখানে দারুণ ক্রিকেট হয়েছে। পরের দশ দিন আমি করোনা আক্রান্ত হয়ে হোটেলে আইসোলেশনে ছিলাম। এখন আমি আফগানিস্তানের বিপক্ষে সিরিজের চট্টগ্রামে আছি। গত রাতে আমাদের প্রথম ম্যাচ ছিল। এর আগে একটি ট্রেনিং সেশন ছিল। এরপরই ম্যাচে নেমে যেতে হয়।’

২ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে গত ১২ ফেব্রুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হন সিডন্স। ১০ দিন পর ২১ তারিখ করোনা মুক্ত হয়ে ২২ তারিখ জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দেন। সেদিন ১ সেশন অনুশীলন করানোর পর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামে বাংলাদেশ দল। সে ম্যাচে কষ্টার্জিত জয় পায় স্বাগতিকরা। এরপর আজ (বৃহস্পতিবার) দ্বিতীয়বারের মতো শিষ্যদের ব্যাটিং কৌশল দেখিয়ে দিয়েছেন সিডন্স।

সিডন্স বলেন, ‘আমরা জয় দিয়েই শুরু করেছি। শেষ দিকে গিয়ে সহজ জয়ই পেয়েছি। তবে শুরুতে আমরা চল্লিশের ঘরে ৬ উইকেট হারিয়ে ফেলি, যা ব্যাটিং কোচ হিসেবে আমার জন্য ভালো কিছু নয়। তবে দুই তরুণ আফিফ ও মিরাজ ১৬০ (১৭৪) রানের জুটি গড়ে ১০-১৫ বল (৭ বল) আগেই আমাদের জয় এনে দিয়েছে। সিরিজের শুরুতেই দারুণ এক জয়। আশা করছি আগামীকাল এর চেয়ে সহজ জয় পাব।’

যোগ করেন সিডন্স, ‘এই তো, এখানেই আছি আমি, এগুলোই করছি। এখানে দারুণ প্রতিভা রয়েছে। ছেলেরা গত রাতে যেভাবে খেললো, অসাধারণ ছিল। আমি নিশ্চিত তরুণদের কাছ থেকে এমন আরও অনেক ইনিংস দেখা যাবে। পাশাপাশি সিনিয়ররাও এগিয়ে আসবে। তারাই বাংলাদেশ ক্রিকেটের তারকা। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদরা সিরিজের কোনো না কোনো সময় জ্বলে উঠবে। আমি আশা করি সেটি আগামীকালই হবে।’

 

আপনি আরও পড়তে পারেন