এমবাপের মূল্যটা টাকায় নয়

এমবাপের মূল্যটা টাকায় নয়

কিলিয়ান এমবাপে পিএসজিতেই থাকছেন নাকি রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছেন? প্রায় প্রতিদিনই এই প্রশ্ন নিয়ে ফুটবলাঙ্গনে জন্ম নিচ্ছে নতুন আলোচনা। একেকবার একেক গুঞ্জন ডালপালা মেলছে। ফরাসি তারকা পিএসজিতেই থাকবেন, এমন বিশ্বাস অবশ্য এখনও ক্লাবটির।

গত দলবদলের মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার একেবারে দ্বারপ্রান্তে ছিলেন এমবাপে। শেষ পর্যন্ত তাকে ছাড়েনি পিএসজি। এই মৌসুমের পরও তাকে দলে রাখার ব্যাপারে আশাবাদী তারা। পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো এবারও তাকে ধরে রাখতে পারবেন বলেই বিশ্বাস করছেন।

তিনি বলেছেন, ‘আমরা এমবাপেকে নির্দিষ্ট কোনো প্রস্তাব দেইনি। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমি মনে করি, এই চুক্তিতে শেষ যে জিনিসটি আমরা রাখব, তা হলো টাকা। আমরা তাকে সেরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সেরা অবস্থায় রাখতে চাই।

‘টাকার বিষয়ে আমরা খুব কমই কথা বলেছি। কারণ, এটা অর্থের বিষয় নয়। তার মূল্য এত বড় যে, আমি মনে করি অর্থ এখানে বড় বিষয় নয়। আমি মনে করি, অর্থের পরিমাণ দিতে দুই মিনিট সময় লাগবে।’

চলতি মৌসুমের শুরুতে লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছিল পিএসজি। কোনো অর্থ খরচ না করেই। যদিও তেমন আলো ছড়াতে পারছেন না আর্জেন্টাইন তারকা। পিএসজিকে প্রায় একাই টেনে নিয়ে যাচ্ছেন এমবাপে। এই দুই তারকাকে নিয়েও কথা বলেছেন লিওনার্দো।

তিনি বলেছেন, ‘কিলিয়ান এখন বিশ্বের সেরা খেলোয়াড়। মেসি সব সময় এই জায়গায় ছিলেন এবং আমি মনে করি, এখনও তিনি এই জায়গাটাতে আছেন। তবে নতুন খেলোয়াড়দেরও সেই পর্যায়ে ওঠা স্বাভাবিক। কে সেরা, তা বিচার করার বিষয় নয় এটা। একজনের বয়স ২৩, অন্যজনের ৩৪।’

‘সামনে কী হবে সেটা এখনই বলতে পারবো না। তবে আমাদের (এমবাপেকে ধরে রাখার) সম্ভাবনা আছে। যতক্ষণ পর্যন্ত কোনো চুক্তি না হয়, আমরা সব কিছু চেষ্টা করব, আমরা তাকে ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমি মনে করি না রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ফলাফল দেখে সিদ্ধান্ত হবে।’

 

আপনি আরও পড়তে পারেন