কন্ডিশন ভুলে মাইন্ডসেট ঠিক রেখে সফল নাসুমরা

কন্ডিশন ভুলে মাইন্ডসেট ঠিক রেখে সফল নাসুমরা

ঘরের মাঠে সিরিজ মানেই আলোচনায় উইকেট। নিজেদের ডেরায় প্রতিপক্ষ ঘায়েলে স্পিন উইকেটের সহায়তা নিয়ে থাকে বাংলাদেশ দল। চলমান আফগানিস্তান সিরিজে প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। সফরকারী দলের এক সদস্য তো অভিযোগ করে বসেছেন, তাদেরকে কুপোকাত করতে পেস সহায়ক উইকেট বানিয়েছে টাইগাররা। ফলাফল আসছে বাংলাদেশের পক্ষে। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানদে ৬১ রানে হারিয়েছে স্বাগতিকরা।

আগামীকাল (শনিবার) সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ জানালেন, কন্ডিশন ভুলে মাইন্ডসেট ঠিক রেখে সফলতা পাচ্ছেন নাসুম আহমেদরা।

মিরপুরে হেরাথ বলেন, ‘আমি সবসময় মাইন্ডসেটের ব্যাপারটা ভাবি। কন্ডিশন পক্ষে থাকুক বা না থাকুক, আপনার এটা বোঝার প্রয়োজন এবং কন্ডিশন নিয়ে সতর্ক হতে হবে। সেটা টার্নিং উইকেট হোক কিংবা না হোক, বোলারদের দায়িত্বটা আপনাকে বুঝতে হবে। তাদেরকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে ভূমিকা সম্পর্কে, যে কারণে তারা সফল হয়েছে প্রকৃতপক্ষে।’

সঙ্গে যোগ করেন হেরাথ, ‘আমি সবসময় বিশ্বাস করি খেলা যেখানেই হোক, বাংলাদেশ হোক কিংবা শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, আপনার মাইন্ডসেটটা খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি আপনার দেশের হয়ে খেলবেন তখন সেখানে দায়িত্ব ও খেলার ভূমিকা থাকে, আর সে সব বোঝা খুব গুরুত্বপূর্ণ।’

আজ অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ/বিসিবি

‘নির্বাচন ইস্যুতে আমার বিশ্বাস আপনি যখন খেলোয়াড়দের প্রচুর সুযোগ দেবেন তখন তারা বেশি আত্মবিশ্বাস পায়। বোলিং আক্রমণের কথা বললে তারা বেশ ভালো সুযোগ পাচ্ছে। যদি ব্যাটসম্যানরা এমন সুযোগ পায় তবে তারাও সেরাটা দিতে পারবে।’

প্রথম টি-টোয়েন্টিতে স্কোর বোর্ডে ১৫৫ রানে তুলে আফগানদের ৯৪ রানে থামিয়ে দেয় বাংলাদেশ দল। ৬১ রানের জয়ে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার নাসুম। গত বছর অভিষেকের পর থেকে টানা খেলার সুযোগ তিনি। সে সুযোগ কাজে লাগিয়ে গতকালসহ ১৯ ম্যাচের ক্যারিয়ারে ৩ বার নিয়েছেন ৪ উইকেট, সবমিলিয়ে কুড়ি ওভারের ফরম্যাটে তার উইকেট ২৬ টি।

এজন্য খেলোয়াড়দের টানা সুযোগ দেওয়ার পক্ষে হেরাথ, ‘নির্বাচন ইস্যুতে আমার বিশ্বাস আপনি যখন খেলোয়াড়দের প্রচুর সুযোগ দিবেন তখন তারা বেশি আত্মবিশ্বাস পায়। বোলিং আক্রমণের কথা বললে তারা বেশ ভালো সুযোগ পাচ্ছে। যদি ব্যাটসম্যানরা এমন সুযোগ পায় তবে তারাও সেরাটা দিতে পারবে।’

 

আপনি আরও পড়তে পারেন