শৈশবের নায়কের কাছে কোহলি পেলেন শততম টেস্টের ক্যাপ

শৈশবের নায়কের কাছে কোহলি পেলেন শততম টেস্টের ক্যাপ

পাশে স্ত্রী আনুস্কা শর্মা দাঁড়িয়ে আছেন। সামনে রাহুল দ্রাবিড়, বিরাট কোহলির শৈশবের নায়ক তিনি। ছোটবেলায় একটা ছবি তুলেছিলেন তার দিকে তাকিয়ে থাকার, সেটা নাকি এখনও ঝুলিয়ে রেখেছেন নিজের ঘরে।

মোহালির সকালটা ছিল আজ কোহলিময়। কারণটা এতক্ষণে জানা হয়ে যাওয়ার কথা সবার। ভারতের টেস্ট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক যে নামছেন শততম টেস্ট খেলতে। এই উপলক্ষে কোহলিকে বিশেষ ক্যাপ তুলে দিয়েছেন দলের কোচ ও দেশটির আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়।

কোহলির হাতে স্মারক তুলে দেওয়ার পর তিনি বলেন, ‘বিরাট আমি জানি যখন তুমি ছোটবেলায় খেলা শুরু করেছিলে, তখন একটা টেস্ট খেলতে চেয়েছিলেন ভারতের হয়ে। আজকে এখানে ১০০ টেস্টের সামনে দাঁড়িয়ে। তোমার দারুণ একটা যাত্রা ছিল। তুমি গর্ব করতে পারো শুধু ১০০ টেস্টের জন্য না, পুরো যাত্রাটার জন্যই।’

‘এই সম্মান ওর প্রাপ্য, এটা ও অর্জন করে নিয়েছে। আশা করি এটা আরও বড় কিছুর শুরুর যাত্রা। আমরা ড্রেসিং রুমে যেমন বলেছি, এটাকে দ্বিগুণ করো।’

 

সেই ক্যাপ হাতে নিয়ে বিরাট বলেন, ‘ধন্যবাদ রাহুল ভাই, আমার জন্য এটা একটা খুব বিশেষ মুহূর্ত। আমার স্ত্রী রয়েছে এখানে। আমার ভাই রয়েছে গ্যালারিতে। এই পথ চলাটা দলগত। তোমাদের (সতীর্থ) ছাড়া সেটা সম্ভব হত না। বিসিসিআইকে ধন্যবাদ। এই সম্মান এর থেকে ভালো কারও হাত থেকে পাওয়া সম্ভব ছিল না। আমার ছোটবেলার হিরো তুমি। অনূর্ধ্ব ১৫ দলে খেলার সময় রাহুল ভাইয়ের সঙ্গে তোলা ছবিটা এখনও আছে আমার কাছে।’

আগামী প্রজন্মের কথাও উঠে এসেছে বিরাটের মুখে। তিনি বলেন, ‘এখনকার সময় প্রচুর ক্রিকেট খেলা হয়। তিন ফরম্যাটের ক্রিকেট, আইপিএল। আগামী প্রজন্ম আমার কাছ থেকে একটা জিনিস নিতে পারে। ক্রিকেটের কুলীনতম ধরনে ১০০টি ম্যাচ খেলেছি আমি।’

 

আপনি আরও পড়তে পারেন