কাতার আর্মি ফোর্সে বিশ্বনাথ এর হাসানুর রহমান

কাতার আর্মি ফোর্সে বিশ্বনাথ এর হাসানুর রহমান
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ
কাতার আর্মিতে চাকুরী পেয়েছেন বাংলাদেশি তরুণ  বিশ্বনাথ এর হাসানুর রহমান। এলাকায় আনন্দের বন্যা।
পরিবার সুত্রে জানাযায়, ৩৬০ আউলিয়ার পণ্য ভূমি, দুটিপাতা একটি কুঁড়ির দেশ সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত টেক কামালপুর গ্রাম নিবাসী কাতার প্রবাসী হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে কাতারে বসবাস করে আসছেন। এরই সুবাদে তাঁহার বড় ছেলে হাসানুর রহমান উচ্চ শিক্ষা লাভের জন্য বিগত চার বছর আগে কাতার গিয়েছিলেন। লেখা -পড়া শেষ করে বিগত ২০২১ সালের শেষের দিকে কাতার আর্মি ফোর্সে যোগ দিয়েছেন। তার এই সাফল্যে নিজ গ্রাম  টেক কামালপুর এর সর্বস্তরের  মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।
এ ব্যাপারে হাসানুর রহমান এর ভাই সোহানুর রহমান বলেন, আমার ভাই কাতার আর্মি ফোর্সে চাকুরী লাভ করেছেন। এজন্য আমরা আনন্দিত। এ প্রাপ্তি আমাদের একার নয় সমগ্র দেশবাসীর।  আমার ভাই যেন আদর্শের সাথে তাঁর কর্মময় জীবন অতিবাহিত করার পাশাপাশি দেশের মান বিশ্ব মাঝে সমুন্নত রাখতে পারেন সেজন্য বিশ্বনাথ উপজেলাবাসী সহ দেশবাসীর দোয়া কামনা করছি।

আপনি আরও পড়তে পারেন