মার্চ এর মধ্যে শতভাগ ভাকসিন প্রদান নিশ্চিত করতে হবে-সুনামগঞ্জে বিভাগীয় কমিশনার

মার্চ এর মধ্যে শতভাগ ভাকসিন প্রদান নিশ্চিত করতে হবে-সুনামগঞ্জে বিভাগীয় কমিশনার
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ
সিলেট বিভাগীয় কমিশনার ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ৩১ শে মার্চ এর মধ্যেই সুনামগঞ্জ জেলায় কোভিড-১৯ টিকাদান প্রদান শতভাগ নিশ্চিত করতে হবে। আমাকেও উপরে জবাবদিহি করতে হয়,তাই আপনাদেরকেও জবাবদিহি করতে হবে। যাতে জবাবদিহি না করতে হয়। শতভাগ ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে  জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সবাই মিলে দ্রুত গতিতে কাজ করতে হবে।কোনো কার্ড কিংবা এসএমএস এর অপেক্ষা করা যাবেনা। তিনি আরোও বলেন, কোভিড-১৯ টিকাদান এর ব্যাপারে দেশের কওমী মাদ্রাসা গুলোতে প্রথম দিকে কিছু ভূল বুঝা-বুঝি ছিল, অনিহা বোধ ছিল। এখন আর সেসব নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তাগন দায়িত্বশীলতার সহীত কাজ করবেন এমন প্রত্যাশা রাখী। আমরা বিবেক এর কাছে স্বচ্ছতা রেখেই কাজ করতে চাই।
মরণব্যাধি করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন এর লক্ষে গঠিত সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজনে ২৯ শে মার্চ রোজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা কমিটির সভায় উপরোক্ত কথা গুলো বলেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডাঃ আহমদ হোসেন, এডিএম আনোয়ারুল হালিম, পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী  (২) জহুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (২) সামসুদ দোহা, অতিরিক্ত পুলিশ সুপার, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুস ছত্তার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আপনি আরও পড়তে পারেন