বানিয়াচংয়ে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বানিয়াচংয়ে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
শাহ সুমন বানিয়াচং প্রতিনিধিঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরের খরিপ- ১/২০২২-২৩ মৌসুমে আউশ প্রনোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) বিতরণ কার্যক্রমের উদ্বোধন।।
(১৬ এপ্রিল) রোজ শনিবার দুপুর বারোটার সময়  উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ৫ কেজি বীজ ও ৩০ কেজি রাসায়নিক সার  ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ । উক্ত অনুষ্ঠানের মূলপ্রবন্দ উপস্থাপন করেন বানিয়াচং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, মৎস্য কর্মকর্তা নূরুল হক। কৃষিবিদ মোঃ এনামুল হক বলেন আউশ ধান চাষাবাদ করলে সেচের জন্য আলাদা ভাবে পানি দিতে হয় না।
আউশ ধানের উপর পোকা মাকড়ের উৎপাদ কম হয়। সরকারি বীজ চাষ করলে ১১৫ দিনের মধ্যে ধান কাটা সম্ভব। অল্প খরচের মধ্যে লাভবান হওয়া যায়।  এসম কৃষকের মধ্যে মতবিনিময় করা হয়।

আপনি আরও পড়তে পারেন